শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

Last modified: September 5, 2024

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ ভূ-কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সকালে পাপুয়া নিউগিনির উত্তর উপকূলের কাছে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে ভূমিকম্পটি অনুভূত হয় বলে সংস্থাটি জানায়।

এর আগে গত মার্চ মাসে পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ সেই ভূমিকম্পে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া ধ্বংস হয়েছিল বহু ঘরবাড়ি।

Post date: September 5, 2024

Last modified: September 5, 2024