প্রধান উপদেষ্টা ও ভ্যাটিকান রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ

Last modified: September 24, 2024

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস. র‌্যান্ডেল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাতে, উভয়ের মধ্যে ধর্মীয় সংখ্যালঘু, আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তা এবং আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা হয়।

ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন এস. র‌্যান্ডেল বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের প্রস্তাবও দেন, যেখানে ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধিদল এবং বাংলাদেশের ইসলামি স্কলাররা অংশগ্রহণ করবেন।

রাষ্ট্রদূত কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য বাড়তি মানবিক সহায়তার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের কথা উল্লেখ করেন এবং বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই সরকার উল্লেখযোগ্য সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে। তিনি ভ্যাটিকানের সহায়তা কামনা করেন এই সংস্কার কার্যক্রম এবং রোহিঙ্গাদের সহায়তায়।

এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব) লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।

Post date: September 9, 2024

Last modified: September 24, 2024