ইরান সমর্থিত সশস্ত্র হুতি গোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইরানি বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে আল-মাসিরাহ টিভির বরাত দিয়ে জানানো হয়েছে, শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে ইয়েমেনের ইব শহরের পূর্বদিকে মিতাম এলাকায় এই হামলা চালানো হয়।
এ ঘটনায় ইয়েমেনি গণমাধ্যম কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য দেয়নি।
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার লক্ষ্যবস্তু হয়েছে ইয়েমেনের বিভিন্ন এলাকা, বিশেষ করে হোদেইদা প্রদেশ। হুতিদের ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে এসব আক্রমণ চালানো হচ্ছে, যাতে তারা ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ বন্ধ করতে বাধ্য হয়।
হুতি গোষ্ঠী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক আক্রমণ চালিয়ে আসছে, যা এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। এর জবাবে চলতি বছরের ১১ জানুয়ারি থেকে হুতিদের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে, তাদের লক্ষ্য হলো হুতিদের আরও আক্রমণ থেকে বিরত রাখা এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা।
অন্যদিকে, হুতি গোষ্ঠী স্পষ্ট করেছে যে, তারা গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে পশ্চিমা দেশগুলোর জাহাজে আক্রমণ অব্যাহত রাখবে।