নগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত যানবাহন নিষিদ্ধ ঘোষণা

Last modified: September 24, 2024

চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকসহ অন্যান্য অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ এই নিষেধাজ্ঞা জারি করে।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর কাছে আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সহায়তা করেন।

Post date: September 9, 2024

Last modified: September 24, 2024