দেশের প্রথম অত্যাধুনিক রোবোটিক পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন

Last modified: May 21, 2025

দেশের প্রথম অত্যাধুনিক রোবোটিক পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন

উন্নত ও সাশ্রয়ী মূল্যের ফিজিওথেরাপির চাহিদা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আজ (২১ মে, বুধবার) রাজধানীতে চালু হয়ে গেল দেশের প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্র, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর রোবটের মাধ্যমে ফিজিওথেরাপি ও বিশেষায়িত সেবা দেওয়া হবে।

চীনের সহায়তায় গড়ে তোলা এই অত্যাধুনিক কেন্দ্রটি রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-১-এ অবস্থিত।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

কেন্দ্রটি প্রতিষ্ঠায় সহায়তা হিসেবে চীন সরকার প্রায় ২০ কোটি টাকার রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করেছে। মূলত ২০২৫ সালের জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের লক্ষ্যে কেন্দ্রটি স্থাপন করা হয়েছে।

পুরোপুরি চালু হলে এখানে প্রতিদিন প্রায় ৩০০ জন রোগী সেবা নিতে পারবেন।

“এটি দেশের প্রথম রোবোটিক ফিজিওথেরাপি কেন্দ্র। এখানে মোট ৬২টি রোবোটিক ইউনিট স্থাপন করা হয়েছে, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট,”

-বলেন কেন্দ্রটির প্রধান এবং বিএমইউর ফিজিকাল মেডিসিন ও পুনর্বাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুস শাকুর।

তিনি আরও বলেন,

“মানুষের ইনপুট ছাড়াই এই এআই-চালিত রোবটগুলো রোগীর চলাফেরা বিশ্লেষণ করে প্রয়োজনীয় থেরাপি নির্ধারণ করবে। তবে প্রয়োজনে চিকিৎসকরা হস্তক্ষেপ করে চিকিৎসা পরিকল্পনায় পরিবর্তন আনতে পারবেন।”

দেশের প্রথম অত্যাধুনিক রোবোটিক পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন
সেবা পাবেন বিভিন্ন রোগী

এই কেন্দ্রে প্রথমে জুলাই আন্দোলনে আহত, বিশেষ করে দীর্ঘমেয়াদি পুনর্বাসনের প্রয়োজন—এমন ব্যক্তিদের চিকিৎসায় অগ্রাধিকার দেওয়া হবে।

তবে অধ্যাপক ডা. আবদুস শাকুর জানান,

“ভবিষ্যতে স্ট্রোক, স্নায়ুজনিত জটিলতা, দীর্ঘস্থায়ী ব্যথা, পক্ষাঘাতজনিত সমস্যা, ফ্রোজেন শোল্ডার, স্নায়ুর ক্ষতি, শরীরের বিভিন্ন অংশে শক্তভাব, এবং দীর্ঘদিন ধরে চলে আসা আঘাতজনিত জটিলতায় ভুগছেন—এমন রোগীরাও এখানে সেবা পাবেন।”

তিনি বলেন,

“এখানে উন্নত পুনর্বাসন সুবিধা পাওয়ার ফলে রোগীদের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।”

যদিও আজকের উদ্বোধনের মধ্য দিয়ে কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে, তবে শুরুতে সীমিত পরিসরে কার্যক্রম চলবে।
বিএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ণাঙ্গ সেবা চালুর আগে চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের আরও প্রশিক্ষণ দেওয়া হবে।

গত ১১ থেকে ১৪ মে পর্যন্ত সাত সদস্যের চীনা প্রযুক্তি দলের তত্ত্বাবধানে ২১ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ নিয়েছেন। তবে এখনো চিকিৎসক ও ফিজিওথেরাপিস্ট নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।

পরিকল্পনা ও ব্যবস্থাপনা 

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শহিদুল হাসান জানান, কেন্দ্রটি পুরোপুরি চালু হতে আরও প্রায় এক মাস সময় লাগতে পারে।

তিনি বলেন,

“নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং এখনো চিকিৎসা খরচ নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে বিএমইউর ফিজিক্যাল মেডিসিন বিভাগ কেন্দ্রটি পরিচালনা করবে।”

বিএমইউ’র জুলাই আন্দোলনসংক্রান্ত বিশেষ সেলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ১১,৩০৬ জন আহত হন।

এর মধ্যে প্রায় ৮০ শতাংশই গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন। এ পর্যন্ত গুরুতর আহত ৩৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এরমধ্যে ১২ জন রোবোটিক ফিজিওথেরাপি নিয়েছেন।
সব মিলিয়ে এই চিকিৎসা ব্যয়, থাকা-খাওয়া, পরিবহন এবং সেবাদানকারীসহ অন্যান্য খরচের কারণে অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে।

ফলে এই ব্যয় কমানো ও উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য করতে সরকার চীনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ঢাকায় এই রোবোটিক ফিজিওথেরাপি কেন্দ্র স্থাপন করেছে।

বর্তমানে জুলাই আন্দোলনে আহত প্রায় ২৫০–৩০০ জন রোগী রাজধানীর জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউট (নিটোর), জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন।

Post date: May 21, 2025

Last modified: May 21, 2025