হুন্ডিতে অর্থপাচারের অভিযোগে সিঙ্গাপুরে দুই বাংলাদেশিসহ গ্রেপ্তার ছয়

Last modified: May 3, 2025

হুন্ডিতে অর্থপাচারের অভিযোগে সিঙ্গাপুরে দুই বাংলাদেশিসহ গ্রেপ্তার ছয়

হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগে সিঙ্গাপুরে দুই বাংলাদেশিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এদেরকে সিঙ্গাপুরের একটি জেলা আদালতে হাজির করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে।

ছয় জনের বিরুদ্ধে ১৬ লাখ মার্কিন ডলারেরও বেশি পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-

  • বাংলাদেশের হাসান নাহিদ (৩৪) ও মুকুল (৩৯),
  • ইন্দোনেশিয়ার নাগরিক জাজং মাওলানা হিদায়াতুল্লাহ (২৮),
  • চীনা নাগরিক ঝু এরলিং (৩৬),
  • মিয়ানমারের লাল রেম রুয়াতি (৪০) এবং
  • শ্রীলঙ্কার নাগরিক মোহাম্মদ মিফ্রাস জাহির (৪৭)।

হুন্ডিতে অর্থপাচারের অভিযোগে সিঙ্গাপুরে দুই বাংলাদেশিসহ গ্রেপ্তার ছয়

হাসানের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালের অক্টোবর থেকে ২০২২ সালের অক্টোবরের মধ্যে সুঙ্গেই টেঙ্গাহ লজ অভিবাসী শ্রমিকদের ডরমেটরি থেকে প্রায় ৬৬ হাজার ডলার সংগ্রহ করেছেন এবং তা হুন্ডির মাধ্যমে পাচার করেছেন।

আরেক বাংলাদেশি নাগরিক মুকুল ২০২১ সালের আগস্ট থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে একইভাবে দেশে অর্থপাচার করেছেন।কিন্তু আদালতের নথিতে তার অর্থ পাচারের পরিমাণ উল্লেখ করা হয়নি।

সিঙ্গাপুরের আইন অনুযায়ী, প্রথমবার অবৈধভাবে অর্থপাচারের দোষী সাব্যস্ত হলে অপরাধীদের তিন বছর পর্যন্ত জেল এবং এক লাখ ২৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

Post date: September 5, 2024

Last modified: May 3, 2025