ছয় বছর আগে বিশ্বব্যাপি ইতালিয়ান জনপ্রিয় কফি শপ চেইন ’সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’ যাত্রা শুরু করে বাংলাদেশে। এরপর দেশেও এর জনপ্রিয়তা ওঠে তুঙ্গে।
শুধু কফি নয়, নানা স্বাদের মুখোরোচক খাবারের জন্য এখন অপ্রতিদ্বন্দ্বি নাম চট্টগ্রামে আন্তর্জাতিক খাবারের ব্র্যান্ড ’সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো।’
৩ ফেব্রুয়ারি, সোমবার নানা আয়োজনের মধ্য দিয়ে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে এই জনপ্রিয় কফি শপ চেইন। নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে প্রতিষ্ঠানটির শাখায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশে সেগাফ্রেডোর একমাত্র স্বত্বাধিকারী রাইসুল উদ্দিন সৈকত সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত বলেন,
‘আন্তর্জাতিক ব্র্যান্ড হিসাবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মানুষের কাছে সেগাফ্রেডো মর্যাদার প্রতীকে পরিণত হয়েছে।
ইতোমধ্যে নিরাপদ খাদ্য পরিবেশনের মাধ্যমে অগণিত গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে বন্দরনগরী চট্টগ্রামে সাফল্যের সাথে এগিয়ে চলেছে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’।
গ্রাহকদের জন্য আরো উন্নত পরিবেশ ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সেগাফ্রেডো কর্তৃপক্ষের চেষ্টা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য,বর্তমানে বিশ্বের ৮০ টি দেশে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’ কফিশপের প্রায় ৫০০টির ও অধিক আউটলেটআছে। নিজস্ব চাষে উৎপাদিত এ কফি বিন ২৭ টি দেশে উৎপাদিত হয়।