ফিলিস্তিনি কিশোরের লাশ বুলডোজার দিয়ে টেনে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা

Last modified: September 5, 2024

ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের তুবাস গভর্নরেটের ফারা শরণার্থী শিবিরে ১৬ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে। এরপর তার মৃতদেহ সামরিক বুলডোজার দিয়ে টেনে নিয়ে গেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সেনারা ‘কিশোরটির দিকে বেশ কয়েকটি গুলি ছুড়ে, তাকে গালাগালি করে এবং অ্যাম্বুলেন্স ক্রুদের তার কাছে পৌঁছাতে বাধা দেয়। তারপর তারা একটি সামরিক বুলডোজার ব্যবহার করে তাকে ক্যাম্প থেকে টেনে নিয়ে যায়।’

নিহতের নাম মাজেদ ফিদা আবু জেইনা বলে শনাক্ত করেছে সংস্থাটি।

ইসরায়েলি বাহিনী তুবাস শহরে একটি গাড়িতে বোমা হামলার সময় এই হত্যাকাণ্ড ঘটল। বৃহস্পতিবার ভোরে আরো পাঁচজন ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

Post date: September 5, 2024

Last modified: September 5, 2024