টেকনাফে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Last modified: September 8, 2024

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে টেকনাফ উপজেলার মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে ইরফান (২২) নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ইরফান টেকনাফের হোয়াইক্য কাঞ্জরপাড়া এলাকার বাসিন্দা নূর হোসেনের ছেলে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান আসার খবরে মেজরের ঘের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

Post date: September 8, 2024

Last modified: September 8, 2024