রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় ইউক্রেনে একসঙ্গে চার মন্ত্রী পদত্যাগ করেছেন। এদের মধ্যে জেলেনস্কির ডেপুটি চিফ অব স্টাফদের একজন রোস্টিস্লাভ শুর্মাকেও বরখাস্ত হয়েছেন। তিনি অর্থনীতির বিষয়টি দেখভাল করতেন।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়,
ইউক্রেনের কৌশলগত শিল্পমন্ত্রী ওলেক্সান্ডার কামিশিন, উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা, বিচারমন্ত্রী এবং পরিবেশ ও পুনর্নির্মাণ বিষয়ক মন্ত্রীদের পদত্যাগের ফলে এখন ইউক্রেনের মন্ত্রিসভার এক তৃতীয়াংশ পদ খালি পড়ে আছে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রে সফরের আগে দেশের ভেতরে শৃঙ্খলা আনতে এসব পদ পূরণের পদক্ষেপ নিতে পারেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার রাজনৈতিক মিত্ররা।
স্থানীয় সময় মঙ্গলবার নিজের সন্ধ্যাকালীন ভাষণে জেলেনস্কি বলেন,
‘শরৎ কালটা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইউক্রেন যেন প্রয়োজনীয় সব ফলাফল অর্জন করতে পারে সে জন্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনতে হবে। এ জন্য আমাদের অবশ্যই সরকারের কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে এবং কিছু রদবদল করতে হবে। প্রেসিডেন্ট অফিসেও পরিবর্তন আসবে।’
এ ছাড়া প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি ডিক্রি অনুসারে জেলেনস্কি তাঁর ডেপুটি চিফ অব স্টাফদের একজন রোস্টিস্লাভ শুর্মাকেও বরখাস্ত করেছেন। তিনি অর্থনীতির বিষয়টি দেখভাল করতেন।
টেলিগ্রামে লেখা এক বার্তায় ক্ষমতাসীন সার্ভেন্ট অব পিপল পার্টির সংসদীয় নেতা ডেভিড আরাখামিয়া বলেছেন,
‘প্রতিশ্রুতি অনুযায়ী, এই সপ্তাহে বড় ধরনের সরকারি রদবদলের বিষয়ে আশা করা যেতে পারে। এই রদবদলে মন্ত্রিসভার সদস্যদের ৫০ শতাংশেরও বেশি পরিবর্তন করা হবে।’
তিনি আরও বলেন,
‘আগামীকালও আমাদের জন্য বরখাস্তের দিন হবে এবং তার পরের দিন হবে অ্যাপয়েন্টমেন্টের দিন।’
অন্যদিকে বিরোধী সংসদ সদস্য ইরিনা গেরাশচেঙ্কো সরকারের এই রদবদলের সমালোচনা করেছেন।
তিনি বলেছেন,
এটি ‘মন্ত্রীবিহীন সরকার। একক সংখ্যাগরিষ্ঠতাবিহীন সংসদ। বুদ্ধিজীবী এবং কর্মীদের যে সংকট দেখা দিয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষ চোখ বন্ধ করে রেখেছে।’
ইউক্রেনীয় সরকারে রদবদল ও পরিবর্তনের এই ঘোষণা এমন এক সময়ে হচ্ছে যখন দেশটির মধ্যাঞ্চলীয় শহর পোলতাভাতে রাশিয়ান হামলায় ৫১ জন নিহত এবং আরও ২৭১ জন আহত হয়েছেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন,
‘এই হামলার জন্য রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। এছাড়া ‘রাশিয়ান সন্ত্রাস থেকে রক্ষা করতে পারে’ এমন আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য পশ্চিমা দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছেন তিনি।’
এদিকে রাতে নিজের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন,
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ‘নতুন অবয়বে গঠন করা উচিত যাতে ইউক্রেন আমাদের প্রয়োজনীয় সমস্ত ফলাফল অর্জন করতে পারে’।
এমাসে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে জেলেনস্কির। এর আগেই তিনি পদত্যাগ করা মন্ত্রীদের জায়গায় নতুন মন্ত্রী নিয়োগ করতে পারেন।
তাছাড়া, যুক্তরাষ্ট্র সফরকালে জেলেনস্কি প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করবেন বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে ইউক্রেনের পোলতভা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। আহত হয়েছে ২ শতাধিক।
স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। জানান, এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন ১৮ জন। এ বছর ইউক্রেনের কোনো শহরে সবচেয়ে বড় হামলার ঘটনা এটিই।