চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকসহ অন্যান্য অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ এই নিষেধাজ্ঞা জারি করে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর কাছে আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সহায়তা করেন।
চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে রবিবার রাতে ট্রাফিক বিভাগের এক নির্দেশনায় বলা হয় ৯ সেপ্টেম্বর থেকে নগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা, অটো রিকশাসহ সকল ধরনের অবৈধ যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ ধরনের ব্যাটারিচালিত অবৈধ যানবাহন সড়কে চলাচল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সেখানে।
সোমবার সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর মূল সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেখা যায়নি।
ব্যাটারিচালিত রিকশা আগে শহরের প্রধান ও মূল সড়কে চলাচল করলে রিকশা জব্দসহ নানা ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করত ট্রাফিক পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাইয়ের শেষ দিকে অলিগলির পাশাপাশি নগরীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বাড়তে থাকে।
গত ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে শিথিল আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগে নগরীর মূল সড়কগুলোতেও অন্যান্য যানবাহনের মত দাপিয়ে বেড়াচ্ছিল ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক।
কিছুদিন ছাত্র-জনতা নিজেদের উদ্যোগে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যাটারিচালিত রিকশা ঠিকই মূল সড়কে ছিল।
ধীরে ধীরে রাস্তায় ট্রাফিক পুলিশ নামলেও ব্যাটারিচালিত রিকশা চলছিল অনেকটা বাধাহীনভাবে।