যাত্রা শুরু করল দ্য বিজনেস চট্টগ্রাম

Last modified: April 16, 2025

যাত্রা শুরু করল বানিজ্য সংবাদ ভিত্তিক অনলাইন পোর্টাল দ্য বিজনেস চট্টগ্রাম। ৪ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শহিদুল্ল্যাহ লিপন।

যাত্রা শুরু করল দ্য বিজনেস চট্টগ্রাম
চট্টগ্রামের পাঁচলাইশ হিলভিউতে পোর্টালটির নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন দ্য বিজনেস চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক তাজুল ইসলাম, বাংলাদেশস্থ দক্ষিণ আফ্রিকা কনসুলেট অফিসের ডেপুটি ডিরেক্টর ইন্জিনিয়ার কাজী মোহাম্মদ মাহমুদ, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান, চট্টগ্রাম সিটি করপোরেশন এর নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ এসোসিয়েশন এর নির্বাহী সদস্য যাহেদুর রহমান, তরুন উদ্যোক্তা ও ব্যবসায়ী সাজিদ বিন সুলাইমান, গালিব সিনহা, , দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ মিলাদ, দৈনিক বনিক বার্তার ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, বৈশাখী টেলিভিশন এর রিপোর্টার নাইমুল ইসলাম, ব্যাংক এশিয়ার কর্মকর্তা ফারহানা জাহান মুনমুন, নভোএয়ারের সিনিয়র অফিসার তাসমিন ফারহানাজ পিংকি, দ্য বিজনেস চট্টগ্রাম এর সহযোগী সম্পাদক রাসেল উদ্দিন জনি, রিপোর্টার মাহমুদুল আশিক, ভিডিও এডিটর আফজাল হোসেন জনি, মোহাম্মদ আজাদ ও আহমেদ সোহেল।

ড. শহিদুল্ল্যাহ লিপন বলেন,

‘বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে কেবল ব্যবসা-বানিজ্যের সংবাদ নিয়ে একটি ওয়েব পোর্টালের যাত্রা শুরু করা নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।’

দ্য বিজনেস চট্টগ্রাম ব্যবসায়ী ও ভোক্তাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দ্য বিজনেস চট্টগ্রাম সম্পাদক তাজুল ইসলাম বলেন, বানিজ্য সংবাদ নির্ভর হলেও রাজনীতি, অপরাধ, বিশ্ব, বিনোদন, সংস্কৃতি, খেলাধুলা, জীবনযাপন সহ নানা গুরুত্বপূর্ণ খবর স্থান পাবে দ্য বিজনেস চট্টগ্রাম এ।

তবে বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসা-বানিজ্যের সংবাদ স্থান পাবে সর্বাধিক গুরুত্বের সাথে।

যাত্রা শুরু করল দ্য বিজনেস চট্টগ্রাম

৪ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ১৬ ডিসেম্বর থেকে www.businesschattogram.com এই ওয়েবসাইটে দ্য বিজনেস চট্টগ্রাম এর সংবাদ পাবেন পাঠকেরা।

এছাড়া ১ জানুয়ারি ২০২৫ থেকে এর ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সংবাদ সহ ব্যবসা-বানিজ্যের নানা গুরুত্বপূর্ণ তথ্য ও কনটেন্ট পাওয়া যাবে।

Post date: December 16, 2024

Last modified: April 16, 2025