ইউরোপের দেশ নেদারল্যান্ডসে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনী।
এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবা বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এই আয়োজনের উদ্দেশ্য।
দ্বিতীয়বারের মতো ‘বেস্ট অব বাংলাদেশ’ নামে এই আয়োজন করছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)। এই আয়োজনে সহায়তা করছে পিডিএস লিমিটেড, সিটি ব্যাংক ও কেডিএস গ্রুপ।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষও (বিডা) এই সম্মেলন ও প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে। বিএইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এবারের দুই দিনব্যাপী এই আয়োজন আমস্টারডাম বেয়ার্স ভ্যান বারলেজে আয়োজিত হবে।
এতে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র, তথ্য–প্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, বীজ, পোলট্রি, পাট ও হস্তশিল্প আর্থিক খাত এবং স্টার্টআপ—এই আট খাতের ৪০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে।
তারা নিজেদের উদ্ভাবনী পণ্য, টেকসই ব্যবস্থাপনা, সার্কুলারিটি এবং স্বচ্ছতার ক্ষেত্রগুলো প্রদর্শন করবে। এতে দেড় হাজারের বেশি দর্শনার্থী অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
আয়োজকেরা জানান, দুই দিনের সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ইউরোপিয়ান এক্সর্টানাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) দক্ষিণ এশিয়ার প্রধান চালর্স হোয়াইটলি।
আরও থাকবেন- নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ, নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল করপোরেশনের মহাপরিচালক প্যাসকেল গ্রোটেনিয়াস, পিডিএসের এক্সকিউটিভ ভাইস চেয়ারম্যান পলক সেথ, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা মোস্তাফিজ উদ্দিন।
সব মিলিয়ে পাঁচটি অধিবেশনে হবে।
এবারের প্রদর্শনীতে থাকছে- অস বাংলা জুটেক্স, অ্যাগ্রোনোচেইন, ব্রেইন স্টেশন ২৩, বিজেআইটি গ্রুপ, বন্ডস্টেইন টেকনোলজিস, কান্ট্রি অ্যাগ্রো, সেন্ট্রোটেক্স, ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি, ডেলমাস অ্যাপারেলস, নিট এশিয়া, কেডিএস গ্রুপ, লাল তীর সিড, লেদারিনা, ম্যাপড ইন বাংলাদেশ।
এছাড়াও মেরিডিয়ান ফুডস, নোইজ জিনস, নুরিশ ফিডস, গুড আর্থ, স্মার্টটেক্স, প্যাসিফিক নিট, প্যাডকস জিনস, পোলকা ফ্লেক্স, প্রাণ ফুডস, প্যারাগন গ্রুপ, রাইজিং গ্রুপ, শিন শিন অ্যাপারেলস, রিভার্স রিসোর্স, টারাঙ্গো, তুর্জ টেক্স, টিম গ্রুপ, সিমকো স্পিনিং অ্যান্ড টেক্সটাইলসসহ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে।
২০২৩ সালের ৪ ও ৫ সেপ্টেম্বর আমস্টারডামের গ্যাশউডার ওয়েস্টারগাস ভেন্যুতে প্রথম বেস্ট অব বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল।
সেবার পোশাক-বস্ত্র, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের ৩৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল।