নেদারল্যান্ডসে আজ শুরু হচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনী

Last modified: April 16, 2025

নেদারল্যান্ডসে আজ শুরু হচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনী

ইউরোপের দেশ নেদারল্যান্ডসে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনী।

এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবা বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এই আয়োজনের উদ্দেশ্য।

দ্বিতীয়বারের মতো ‘বেস্ট অব বাংলাদেশ’ নামে এই আয়োজন করছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)। এই আয়োজনে সহায়তা করছে পিডিএস লিমিটেড, সিটি ব্যাংক ও কেডিএস গ্রুপ।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষও (বিডা) এই সম্মেলন ও প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে। বিএইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Post date: April 16, 2025

Last modified: April 16, 2025