নীড়ের খোঁজে চট্টগ্রামে শুরু হল রিহ্যাব ফেয়ার ২০২৫

Last modified: February 13, 2025

শুরু হল আবাসন খাতের অন্যতম বড় আয়োজন রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এ আজ দুপুরে প্রধান অতিথি হিসাবে এবছর রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদত হোসেন । ৪ দিন ব্যাপী এ মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ফেয়ারে ৬৩টি স্টল থাকছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের মেয়র বলেন, চট্টগ্রামকে মনোরমভাবে বাসস্থানের উপযোগী করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। ঢাকা-চট্টগ্রাম সহ সারা দেশের নাগরিকদের আবাসনের স্বপ্ন পুরণে রিহ্যাব এর অবদান অনেক বড় এমন কথাও বলেন তিনি। মেলার আয়োজন করার জন্য রিহ্যাব এর প্রশংসা করেন তিনি মেলার উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। এ বছর চট্টগ্রাম ফেয়ার অনেক জমজমাট হবে এমন প্রত্যাশা করেন তিনি। তিনি আরও বলেন, ‘দেশে এবং বিদেশে গৃহায়ণ শিল্পের বাজার সৃষ্টি ও প্রসারে রিহ্যাব কাজ করে যাচ্ছে। প্রবাসী ক্রেতারা তাদের পছন্দের আবাসন খুঁজে পাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। পাশাপাশি দেশের অর্থনীতি এবং লিংকেজ শিল্প বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে মানুষের ভাল জায়গায় সুন্দর একটি ফ্ল্যাট নিয়ে থাকার আগ্রহ বাড়ছে। আমরা নাগরিকদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি। রিহ্যাব এর সিনিয়র ভাইস লিয়াকত্ আলী ভুইয়া আবাসন খাতের লিংকেজসহ বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বর্তমান প্রেক্ষাপটে একজন নাগরিকের পক্ষে হাউজিং লোন ছাড়া ফ্ল্যাট বা প্লট ক্রয় করা প্রায় অসম্ভব। ক্রেতারা যাতে খুব সহজে এই ঋণ পেতে পারে সেই ব্যবস্থা করার জন্য জানান তিনি। পরিকল্পিত ও আধুনিক বাসস্থান তৈরিতে গৃহঋণের অবদান অনস্বীকার্য। রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-২ ও মেলা কমিটির (ন্যাশনাল) চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান হোসেন সহ রিহ্যাব পরিচালকবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৪ বার প্রবেশ করতে পারবেন। এবছর প্রতিদিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

Post date: February 13, 2025

Last modified: February 13, 2025