ট্রাম্পের মন্ত্রীসভার বৈঠকে ঢুকতে দেয়া হলো না রয়টার্স-এপি’র সাংবাদিকদের

Last modified: February 27, 2025

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রবেশ করতে দেওয়া হয়নি বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি), রয়টার্সসহ আরও কিছু সংবাদমাধ্যমকে। প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ মিডিয়া কভারেজ নিয়ে নতুন যে নীতি গ্রহণ করেছে, সেটির অংশ হিসেবেই এসব সংবাদমাধ্যমের সাংবাদিক-প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হয়নি।

রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউজ এপির ফটোগ্রাফার, রয়টার্স, হাফপোস্ট তাগেসপিগেলের তিন প্রতিবেদককে মন্ত্রিসভার বৈঠকে ঢুকতে বাধা দেয়।

তবে এবিসি, নিউজম্যাক্সের টিভি ক্রু, সঙ্গে এক্সিওস, দ্য ব্লাজ, ব্লুমবার্গ নিউজ এবং এনপিআরের সাংবাদিকদের এই ইভেন্ট কভারের অনুমতি দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, ওভাল অফিসের মতো ছোট জায়গায় কোন কোন সংবাদমাধ্যমের প্রতিনিধিতের প্রবেশ করতে দেওয়া হবে সেটি ঠিক করবে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সুপরিচিত সংবাদমাধ্যমগুলোকে ট্রাম্পের দৈনিক কার্যক্রমের খবর সংগ্রহ করতে দেওয়া হবে। তবে ছোট জায়গায় যেসব ইভেন্ট হবে সেখানে কারা অংশ নিতে পারবে, সেটি নিয়ে ভাবা হচ্ছে।

হোয়াইট হাউজে ‘পুল সিস্টেমে’ নির্দিষ্ট টেলিভিশন, রেডিও, বার্তাসংস্থা, পত্রিকা এবং ফটো সাংবাদিকদের ইভেন্ট কভার করতে দেওয়া হয়। এরপর তারা অন্যদের সঙ্গে এসব ইভেন্টের তথ্য আদানপ্রদান করে। এরমধ্যে এপি, রয়টার্স ও ব্লুমবার্গ স্থায়ীভাবে মার্কিন প্রেসিডেন্টের ইভেন্ট কভার করে থাকে। এই তিনটি প্রতিষ্ঠান যৌথ বিবৃতিতে বলেছে, তারা বিশ্বব্যাপী মার্কিন প্রেসিডেন্টের খবর পৌঁছে দেয়। ফলে তাদের প্রতিনিধিদের ঢুকতে না দেওয়া ঠিক হয়নি।

এদিকে এপি কয়েকদিন আগে ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী তারা মেক্সিকো উপসাগরকে আমেরিকা উপসাগর হিসেবে অভিহিত করবে না। এরপরই তাদের সাংবাদিককে ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে ঢুকতে না দেওয়ার ঘটনা ঘটল।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, পাঁচটি বড় ক্যাবল ও ব্রডকাস্ট টেলিভিশন রোটেশন পদ্ধতিতে জায়গা পাবে। এছাড়া হোয়াইট হাউজ তাদের নিজস্ব সম্প্রচার শুরু করবে। অপরদিকে পত্রিকা ও রেডিওর সাংবাদিকদের রোস্টার প্রক্রিয়া চলমান থাকবে। সঙ্গে নতুন সংবাদমাধ্যম ও রেডিও হোস্টদের সুযোগ দেওয়া হবে।

Post date: February 27, 2025

Last modified: February 27, 2025