সুন্নিয়া মাদ্রাসায় প্রতিদিন তিনহাজার মানুষের ইফতার

দীর্ঘ ৩২ বছর ধরে ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এক কাতারে ইফতার করেন

Last modified: March 22, 2025

সুন্নিয়া মাদ্রাসায় প্রতিদিন তিনহাজার মানুষের ইফতার

সিয়াম সাধনার মাস রমজানে উদার মনে ইফতার, সাহ্‌রির আয়োজন করে থাকে অনেক সংগঠন। মাদ্রাসা, মসজিদ, শপিংমল সব জায়গাতেই ইফতারের আয়োজন হয়। কোথাও কোথাও হাজারো মানুষের জন্য ইফতার আয়োজনও হয়। যার মধ্যে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট অন্যতম। বিগত ৩২ বছর ধরে রমজান মাসে হাজারো মানুষের এই ইফতারের আয়োজন করে আঞ্জুমান ট্রাস্ট।

ইফতার আয়োজন নিয়ে আঞ্জুমানে ট্রাস্টের প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন জানান,

‘সূচনালগ্ন থেকেই হাজার মানুষের ইফতারের আয়োজন করে যাচ্ছে আঞ্জুমান ট্রাস্ট। এখানে ধনী-গরিব, ধর্ম- বর্ণ সকলেই আসেন। কেউ ই ইফতার না করে ফেরত যাননা। আমরা এই ব্যাপারে যথেষ্ট সজাগ।’

সম্মিলিত প্রয়াসে এমন ইফতার আয়োজন

‘আঞ্জুমান ট্রাস্টের পাশাপাশি অসংখ্য পীর ভাই, তরিকতের ভাই, এলাকাবাসী, ব্যবসায়ীরা আমাদের সহযোগিতা করেন। সবার সার্বিক এবং আর্থিক সহযোগীতাতেই আজকের এই বিশাল ইফতার মাহফিল আয়োজন হচ্ছে। আলহামদুলিল্লাহ আগামীতেও এই ইফতার আয়োজন চলবে।’

-বলেন গোলাম মহিউদ্দিন।

হাজার মানুষের ইফতারে সেবক হিসেবে সহযোগিতা করে যাচ্ছে আঞ্জুমান ট্রাস্টের অঙ্গসংগঠন, মানবিক কাজে এগিয়ে থাকা গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার কর্মীরা। গোলাম মহিউদ্দিন বলেন,

‘গাউসিয়া কমিটির পাশাপাশি আমাদের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও সহযোগিতা করে থাকেন। সকলেই অক্লান্ত পরিশ্রম করে সফল করেন এই ইফতার আয়োজন।’

সুন্নিয়া মাদ্রাসায় প্রতিদিন তিনহাজার মানুষের ইফতার
তিনি আরও বলেন,

‘বিশাল এই ইফতার আয়োজনে নিজেদের বাবুর্চি দিয়েই রান্না করা হয়। আমাদের মাদ্রাসার বাবুর্চি, শিক্ষার্থীরা ইফতার আইটেমগুলো তৈরি করে থাকেন। যেখানে, ছোলা, পেঁয়াজু, বেগুনি, ফিরনি, হালুয়া, জিলাপি, শরবতসহ হরেক রকমের আইটেম পরিবেশন করা হয়।

প্রতিদিন একই রকম থাকেনা। ভিন্ন ভিন্ন আইটেম যুক্ত করে থাকি। এই ইফতার স্বাস্থ্যসম্মত। আঞ্জুমানের নেতৃবৃন্দ সরাসরি এটি মনিটর করে থাকেন।’

সুন্নিয়া মাদ্রাসায় প্রতিদিন তিনহাজার মানুষের ইফতার

আসেন সব শ্রেণী পেশার মানুষ

ত্রিশদিন ব্যাপি এই ইফতারে আসেন স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও। চট্টগ্রাম মহসিন কলেজের স্নাতকের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন,

‘প্রতিদিন আসতে না পারলেও অন্তত সপ্তাহে দু’তিনবার আসি। এখানে অনেক ভালো লাগে। হাজার মানুষের সাথে বসে ইফতার করি এবং নানা শ্রেণী পেশার মানুষের সাথে পরিচিত হই।’

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আশেপাশের ব্যবসায়ীরাও আসেন এই ইফতার আয়োজনে। সবার সাথে মাসব্যাপী এই ইফতার আয়োজনে যুক্ত হতে পেরে খুশি তারা।

সুন্নিয়া মাদ্রাসায় প্রতিদিন তিনহাজার মানুষের ইফতার
বাড়ানো হবে পরিসর

প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন বলেন,

‘দিন দিন লোক সমাগম বাড়ছে। আমাদের পরবর্তী পরিকল্পনাও আছে। এখন আলমগীর খানকা শরিফের প্রথম তিন তলা পর্যন্ত ইফতার আয়োজন হচ্ছে। পরবর্তী বিবেচনায় আমরা মাঠে অথবা খানকার পাশের জায়গাতেও করব ইনশাআল্লাহ।’

‘প্রতি রমজানেই এমন বিশাল আয়োজন হয়। গেয়ারভি শরিফে (চন্দ্রমাসের ১১ তারিখ) প্রায় দশ হাজার মানুষের জন্য ইফতার আয়োজন করি। বিশ রমজান, যেদিন মসজিদের তারাবিহ শেষ হয় সেদিন এবং লাইলাতুল কদরের দিনে ১০-১৫ হাজার মানুষের ইফতারের আয়োজন করে থাকি। এসময় তরিকতের ভাইয়েরা দূর দূরান্ত থেকে আসেন।’

-বলেন গোলাম মহিউদ্দিন।

১৯৫৪ সালে সৈয়দ আহমদ শাহ সিরকোটি রহঃ ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয় আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

এই ট্রাস্ট দেশের আনাচেকানাচে ৩০০টিরও বেশি মাদ্রাসা পরিচালনা করে থাকে। ১৯৮৬ সালে সৈয়দ তৈয়ব শাহ (রহঃ) প্রতিষ্ঠিত করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। যে সংগঠন তরিকতের কাজের পাশাপাশি মানবিক সংঠন হিসেবেও সমাদৃত।

উল্লেখ্য, প্রতিবছর ১২ই রবিউল আউয়ালে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা:) আয়োজন করে থাকে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। যা বিশ্বের সবচেয়ে বড় জুলুস এবং সমাগম হিসেবে খ্যাত।

 

প্রতিবেদক
তাওরাত তানিজ
দ্য বিজনেস চট্টগ্রাম

Post date: March 22, 2025

Last modified: March 22, 2025