পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুরকে যুক্তরাজ্যের বার্কিংয়ে অভ্যর্থনা প্রদান

Last modified: April 8, 2025

পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুরকে যুক্তরাজ্যের বার্কিংয়ে অভ্যর্থনা প্রদান

বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র মঈন কাদরি লন্ডন সফররত কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারী জেনারেল ও আন্তর্জাতিক কমিটির ইসি মেম্বার, চট্টগ্রাম এডিটরস ক্লাবের উপদেষ্টা ও দি ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুরকে অভ্যর্থনা জানিয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) কাউন্সিলের মেয়র পার্লারে অনুষ্ঠিত অভ্যর্থনা অনুষ্ঠানে সাংবাদিক ও সংগঠক ওসমান গণি মনসুরের সৃষ্টিশীল কর্মকান্ড তুলে ধরেন দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী।

পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুরকে যুক্তরাজ্যের বার্কিংয়ে অভ্যর্থনা প্রদান

তিনি বলেন,

‘একজন সংবেদনশীল ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে সৃষ্টিমুখর ওসমান গণি মনসুর সেবার ব্রত নিয়ে কাজ করেন। লেখালেখির পাাপাশি সাংবাদিক সমাজের নেতৃত্ব প্রদানে সক্রিয় রয়েছেন। সিজেএ’র মাধ্যমে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন এবং মুক্তচিন্তা ও মানবিক চেতনা বিকাশের লক্ষ্যে বহুমুখী কর্মপ্রয়াস অব্যাহত রেখেছেন।

প্রাতিষ্ঠানিক ভিত্তি, ব্যবসায় ও পেশাদারী পর্যায়ে উচ্চ নৈতিক মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশীপ প্রদানের মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠিত রোটারী ইন্টারন্যাশনালের বাংলাদেশ চাপ্টারে ওসমান গণি মনসুর দীর্ঘদিন থেকে জড়িত এবং বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন।’

আলোচনায় অংশ গ্রহন করেন- সাংবাদিক ও কলাম লেখক আজিজুল আম্বিয়া, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের ইমরান হোসাইন চৌধুরী ও মদরিস আলী, কমিউনিটি নেতা আব্দুল করিম, ইমরানুল গণি প্রমুখ।

কর্মপ্রবল ও প্রেরণাদীপ্ত ব্যক্তিত্ব ওসমান গণি মনসুরকে বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে এসে প্রাণবন্ত একটি বিকেল উপহার দেয়ার জন্য মেয়র মঈন কাদরি আন্তরিক ধন্যবাদ জানান।

মানবসেবা, মানবকল্যাণ এবং জনহিতকর কাজকে গুরুত্ব দিয়ে তিনি যেভাবে দেশে-বিদেশে নিজেকে ছড়িয়ে দিয়েছেন সে ক্ষেত্রে আরো সফলতা কামনা করেন মেয়র মঈন।

অভ্যর্থনা অনুষ্ঠানে ওসমান গণি মনসুর বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র মঈন কাদরির প্রাণখোলা ভালোবাসায় মুগ্ধতা প্রকাশ করে বলেন,

‘লন্ডনে আপনারা রাজনীতি ও কমিউনিটি সেবার মাধ্যমে আমাদের দেশ ও জাতিকে আলোকিত করছেন।’

উপস্থিত সকলকে মূল্যবান সময় ব্যয় করে তার প্রতি আন্তরিকতা প্রকাশের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ওসমান গণি মনসুর।

পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুরকে যুক্তরাজ্যের বার্কিংয়ে অভ্যর্থনা প্রদান

উল্লেখ্য, প্রথিতযশা সাংবাদিক ওসমান গনি মনসুর চট্টগ্রাম প্রেসক্লাব এর সাবেব সাধারণ সম্পাদক। এছাড়া সমাজ সেবায় তাঁর রয়েছে বিশেষ অবদান। চট্টগ্রামে রোটারি ক্লাব অব ইসলামের প্রাক্তন এই সভাপতি চট্টগ্রাম রোটারি সেন্টারের প্রতিষ্ঠাতাদের অন্যতম। বর্তমানে এর সভাপতির দায়িত্ব পালন করছেন ওসমান গনি মনসুর।

স্বাধীনতা-পরবর্তী চট্টগ্রামের গ্রুপ থিয়েটার আন্দোলনের প্রতিকৃতদের একজন ওসমান গণি মনসুর। যার সূচনা মুক্তিযুদ্ধের রক্তাক্ত ক্ষত প্রভাবিত থিয়েটার অরিন্দম প্রতিষ্ঠার মাধ্যমে।

 ওসমান গণি মনসুরের ‘বৃক্ষবন্দন’ একটি অসাধারণ গ্রন্থ। তাঁর আরেকটি গ্রন্থ ‘অসম্ভবের সাথে লড়াই’

তিনি অনেকটা বৃক্ষমানব। তার শেকড়-বাকড়, মূল-বাকল, শাখা-প্রশাখা মৃত্তিকা-সন্নিবেশিত হলেও, মূলত তিনি একজন বিশ্বপর্যটক।

অপরিসীম জীবনতৃষ্ণা, প্রকৃতিপ্রেম, পরিভ্রমানিক প্যাশন-এর সঙ্গে যুক্ত হওয়া বিষয়ের গভীর থেকে গভীরতর অভ্যন্তরে প্রবেশের দুর্লভ ক্ষমতা, অন্তর্দৃষ্টি সর্বোপরি টান্ টান, স্মার্ট ও তীব্র গতিশীল গদ্য তার রচনাকে পৌঁছে দেয় লেখক-পাঠকের সংযোগ মোহনায়। এর সঙ্গে যুক্ত হয়েছে রচয়িতার আধুনিক মন-মানস, বিশ্ববীক্ষা এবং ত্রিকালদর্শী প্রাজ্ঞ পুরোহিতের অভীপ্সা।

Post date: April 8, 2025

Last modified: April 8, 2025